সিলেটে যুবদল নেতা শাহাব উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র) জামে মসজিদে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনু্িঠত হয়। এতে শাহাব উদ্দিনের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ূ ও দেশ ও জনগণের শান্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম আহমদ মুক্তার, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো আব্দুস শুকুর, নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর যুবদল নেতা মো আব্দুল আজিজ, শামীম মজুমদার, মহানগর বিএনপি নেতা মুফতি নেহাল উদ্দিন, কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমীর আলী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো ইউনুছ, বিএনপি নেতা সোহেল বাছিত, যুবদল নেতা সাব্বির আহমদ প্রমুখ।
Leave a Reply