মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন শেষপর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি। প্রকৃত ক্ষয়ক্ষতি জানতে কিছুটা সময় লাগতে পারে।
রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজে নামে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর বেলা ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, বিদুৎ কেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে গুরুতর আহত কেউ নেই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা সম্ভব নয়।
এদিকে আগুন লাগার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের চার পাশে ভিড় জমায় উৎসুখ জনতা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয়।
Leave a Reply