হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারের কাছে সার বোঝাই একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুৎ হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার মো মোয়াজ্জুল হক জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সার বোঝাই ট্রেনটি সিলেট থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল; কিন্তু শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌঁছলে এর দুইটি বগি লাইন থেকে পড়ে যায়। এতে রেল সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার হলেও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবেনা।
Leave a Reply