নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেক্ট্রনিকস অ্যান্ড ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার নাম মোস্তাহিন রাজ্জাক মামুন। বুধবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম এলাকায় রেল লাইনের পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তাহিন রাজ্জাক মামুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা আব্দুর রাজ্জাকের ছেলে। বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকায়। সে ট্রেনে করে কোথাও যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply