নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কঠোর নিরাপত্তায় শনিবার সকাল ৯টায় ৩৫টি কেন্দ্রে এ ইউনিটের ও দুপুর ২টায় ৫৩টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন পড়ে ৭৬১৬০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি ছিল।
Leave a Reply