বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত শাহজালাল (র) দারুসসুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসা এবং মুহাম্মদিয়া বোর্ডিং এতিমখানা, পনাউল্লাহ বাজারের দুই দিনব্যাপী পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রথমদিন প্রধান অতিথি ছিলেন, চাঁদপুরের হযরত মাওলানা আবু হানিফ আনওয়ারী। বিশেষ অতিথি ছিলেন, কামালবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা ছালিক আহমদ, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ও হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী। সভাপতিত্ব করেন, হযরত শাহজালাল (র) দারুসসুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসার সভাপতি মো নজমুল ইসলাম রুহেল।
দ্বিতীয়দিন সোমবার প্রধান অতিথি ছিলেন, ছাহেবজাদায়ে ফুলতলী আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, ঢাকার হযরত মাওলানা ড কফিল উদ্দিন সরকার সালেহী। অতিথি ছিলেন, ঢাকার হযরত মাওলানা ওমর ফারুক ছিদ্দিকী, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার আরবির প্রভাষক মাওলানা মুফতি নাজিম উদ্দিন ও হযরত মাওলানা আজিজুর রহমান ধনপুরী। সভাপতিত্ব করেন, মুহাম্মদিয়া বোর্ডিং এতিমখানার পরিচালক হযরত মাওলানা রফিক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল (র) দারুসসুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, সদস্য আব্দুল ওদুদ আজাদ, আখলিছ মিয়া, আব্দুল খালিক, হীরা মিয়া, চেরাগ আলী, শিশু মিয়া, রোশন মিয়া ও সিতার মিয়া।
আয়-ব্যয়ের হিাসব দেন, হযরত শাহজালাল (র) দারুসসুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো নজমুল ইসলাম রুহেল ও প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির।
Leave a Reply