শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটে হিফজুল কুরআন বিভাগের যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার হিফজুল কুরআন বিভাগের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন, দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান।
মাওলানা আ স ম আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বিশেষ অতিথি ছিলেন, শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি শিক্ষাবিদ আব্দুশ শাকুর ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা পাঠানটুলা সিলেটের সাবেক অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিম।
এছাড়া জামেয়া নাজিরেরগাঁও শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মাওলানা জুনায়েদ আল হাবীবসহ মাদরাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছাত্রদের সবক দেন, হিফজ বিভাগের শিক্ষক হাফিজ ইব্রাহীম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন, শায়খ ইসহাক আল মাদানী।।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply