দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিস উন নূর বলেছেন, ‘খেলাধুলাই বহির্বিশ্বে দেশের পরিচিতি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারা দেশের সুনাম অনেক বাড়িয়ে দিয়েছেন, যা আমরা অনেক ক্ষেত্রে পারিনি। শরীরচর্চার জন্য ক্রীড়া প্রতিযোগিতা একটি ভাল মাধ্যম। ধর্মে নিষিদ্ধ নয় এমন খেলায় ইসলামে কোন বিরোধিতা নেই ।’
রবিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জামেয়ার প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ক্রীড়া কমিটির আহবায়ক মোখলেছুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার ও জ্যেষ্ঠ শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী।
একইদিন মহিলা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে দুটি পর্বে সভাপতিত্ব করেন প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম ও কলেজ ইনচার্জ মোর্শেদা আক্তার। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply