হজরত শাহজালাল (র) ও শাহপরাণ (র) মাজার জিয়ারতের পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক (নৌকা) বরাদ্দের আনুষ্ঠানিকতা শুক্রবার, ২ জুন শেষ হয়।
শনিবার, ৩ জুন দুপুর ১২টায় হজরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে মোনাজাত করেন।
পরে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে দরগাহগেইট এলাকায় ‘নৌকা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী পরে হজরত শাহপরাণ (র) মাজার জিয়ারত করেন।
তিনি খাদিমনগর এলাকায়ও দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply