সিলেট সিটি কর্পোরেশন-সিসিক মহানগরীর শাহজালাল উপশহর ও তেরোরতন এলাকার উপর দিয়ে প্রবাহিত হলদি ছড়ার উপর নির্মিত অবৈধ দেয়াল ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ এবং পরিষ্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে ।
শুক্রবার সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পেলোডার দিয়ে এই অভিযান শুরু কররা হয়।
অভিযানে সিসিকের কাউন্সিলার সুহেল আহমদ রিপন, আবব্দুর রকিব তুহিন, সৈয়দ মিছবাহ উদ্দিন, নারী কাউন্সিলার ছালেহা কবীর শেপী, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মহানগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে মহানগরীর উপর দিয়ে প্রবাহিত সকল ছড়া, খাল, নালা ও নর্দমা পরিষ্কার রাখতে হবে।
যে সকল বাসিন্দা ছড়া, খাল, নালা ও নর্দমার উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহের পথ রুদ্ধ করে রেখেছেন তাদেরকে নিজ নিজ উদ্যোগে তা তুলে নিতে মেয়র আহবান জানান।
Leave a Reply