শাল্লা প্রতিনিধি : শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হেলাল উদ্দিন সিলেট আইএইচটিয়ের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে ৩৯তম বিসিএস ক্যাডারের নবীন চিকিৎসকদের বরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শাল্লা উপজেলা হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা কামরুল হাসান। উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা আবুল ফাত্তাহ রহমান সাদীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, শাল্লা থানার ওসি আশরাফুল ইসলাম, উপজেলা হাসপাতালের প্রধান সহকারী হিসাব রক্ষক নিশিকান্ত তালুকদার, জগন্নাথ রায়, রণধীর তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার।
Leave a Reply