হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা ক্রীড়ামোদী ফুটবল প্রেমীদের উদ্যোগে আয়োজিত সুনামগঞ্জ জেলা সদর একাদশ (জুনিয়র) বনাম শাল্লা উপজেলা সদর একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল ও উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
খেলায় শাল্লা একাদশের খেলোয়াড় রবিন পরপর তিনটি গোল করে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। তবে জিততে পারেননি। কারণ সুনামগঞ্জ জেলা সদর একাদশের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করে গোল তিনটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
খেলায় রেফারি ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মো সোহাগ মিয়া। সহকারী রেফারি ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মো মামুন মিয়া ও ফিরোজ মিয়া। ধারাভাষ্যে ছিলেন, শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার ধারাভাষ্যকার জ্যোতিষ তালুকদার বাদল ও সুদীপ্ত কুমার দাস। সার্বিক দায়িত্বে ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়, যুগ্মসম্পাদক সুব্রত কুমার দাশ ও হেমসেন সরকার এবং শাল্লা উপজেলা সদর একাদশের সাবেক অধিনায়ক প্রভাংশু তালুকদার।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে উভয় দলকেই ট্রফি প্রদান করা হয়েছে।
Leave a Reply