হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব শিগগির এক্সরে মেশিন চালু হবে। নিয়োগ দেওয়া হবে এক্সরে রেডিও গ্রাফার। অন্যান্য পদেও লোকবল বৃদ্ধি করা হবে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্যসেবা কার্যালয়ের পরিচালক ডা হিমাংশু লাল রায় শনিবার শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এ আশ্বাস দেন।
তিনি বলেন, কোন জায়গায় বাক্সবন্দি অবস্থায় এক্সরে মেশিন পড়ে থাকতে পারেনা। অবশ্যই চালু থাকবে।
এ সময় তার সঙ্গে ছিলেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্যসেবা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা সিধু সিংহ।
পরিদর্শনকালে ডা হিমাংশু লাল রায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান সেবা কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর ধরে বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকা এক্সরে মেশিনটি চালুর ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা চালুর ব্যাপারে নির্দেশনা দেন।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সেলিনা আকতার ও আন্যান্য কর্মকর্তা-কর্মচারী অতিথিবৃন্দকে স্বাগত জানান।
ডা হিমাংশু লাল রায় উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ও পরিদর্শন করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও অন্যরা তাকে স্বাগত জানান।
Leave a Reply