শাল্লা থেকে প্রতিবেদক : ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।
মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস। সভাপতিত্ব করেন, শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরন। শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিজন কান্তি রায়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাদল চন্দ্র দাস।
Leave a Reply