শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও ডা রাজীব বিশ্বাসের পরিচালনায় এতে জাতীয় পুষ্টি পরিকল্পনা, বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও পদক্ষেপ সমূহ, উপজেলার সার্বিক পুষ্টি উন্নয়ন কর্মসূচি/পরিকল্পনা গ্রহণ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ থেকে অর্পিত দায়িত্ব, এএনসি, পিএনসি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, কমিউনিটি ক্লিনিক সেবা, শিশুকে শাল দুধ খাওয়ানো, ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ দেওয়া, শিশুর বাড়তি খাবার, পরিকল্পিত খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ পুষ্টি বিষয়ক নানান বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, মনিটরিং অফিসার-সূচনা ফুজায়েল আহমেদ, টেকনিক্যাল অফিসার-সূচনা এ কে এম শামীম আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম।
এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply