শাল্লা প্রতিনিধি : ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আরও ৮৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার, ২১ মার্চ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসব্রিফিং করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব জানান, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবেনা’ নির্দেশনা বাস্তবায়নে দেশজুড়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণি) জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, শাল্লা উপজেলায় ৩য় ও ৪র্থ পর্যায়ে নির্মিত ৮৯টি ঘর আগামীকাল বুধবার, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন।
প্রেসব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায় ও প্রকল্প বাস্তবায়ন সরদার ফজলুল করিম।
Leave a Reply