সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হামলা ও লুটপাটের ঘটনায় সুনামগঞ্জে আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে ৭২ জনের নাম উল্লেখসহ ২ হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুকে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হককে নিয়ে মন্তব্য করার দায়ে কারাগারে আটক ঝুমন দাস আপনের মা নিভা রানী দাস বৃহস্পতিবার এ মামলাটি দায়ের করেন।
আদালত থেকে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে। আসামি নাচনি, চণ্ডিপুর, ধনপুর ও কাশিপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের অধিবাসী। অভিযুক্তরা নোয়াগাঁও গ্রামে ৮৫টি ঘরে লুটপাট ও ভাংচুর চালায়।
সুনামগঞ্জ জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেবাংশ শেখর দাস জানান, শাল্লা থানা পুলিশ মামলাটি না নেওয়ায় আদালতে মামলা দাখিল করতে হয়েছে।
এদিকে দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াগাঁওয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে দেখা করে তাদের হাতে সহায়তা তুলে দিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম
চৌধুরী নাদেল ও সুজিত কুমার নন্দী এ সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে গ্রামবাসীকে আশ্বস্থ করেন।
Leave a Reply