সুৃনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলা দ্রুতবিচার আইনের আওতায় নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আল আমীন চৌধুরী, সাংগঠনিক
সম্পাদক মো আবুল লেইছ, উপজেলা কুষক লীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু।
একই দাবিতে হবিবপুর ইউনিয়নবাসীও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।
পরে তারা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।
Leave a Reply