সুনামগঞ্জ প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী মো ফরিদুল হক বলেছেন স্বাধীনতাবিরোধী চক্রই সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাংচুর করেছে। হামলাকারী সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবেনা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে আলাপ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সব ধর্মেই বলা আছে, কেউ যেন কারো ক্ষতি না করে। যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে তারা ধর্মের লেবাস পরে অপকর্মটি করেছে।
তিনি পরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ
ও ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এনামুল কবির ইমনসহ হিন্দু কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Leave a Reply