শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সেলিনা আক্তারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ভাটিবাংলা কলেজের শিক্ষার্থী সীমান্ত তালুকদারের সভাপতিত্বে ও সিলেট এমসি কলেজের শিক্ষার্থী নিলয় কান্তি সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জামাল উদ্দিন, সিলেট মদন মোহন কলেজের শিক্ষার্থী সুধীন্দ্র চন্দ্র দাস ও বাউলশিল্পী ওদুদ মিয়া।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা সেলিনা আক্তারের যোগদানের পর থেকে প্রত্যেক কর্মচারীকে নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। আগে এই উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে আয়া, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নকর্মীদের দিয়েই চিকিৎসাসেবা দেওয়া হতো। অন্যদিকে কর্মকালীন (অফিস আওয়ারে) কেউ কেউ সরকারি কোয়ার্টার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে বসে ভিজিট নিয়ে রোগী দেখতেন এমন অভিযোগও আছে; কিন্তু এখন এসব অনিয়ম বন্ধ। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু কর্মচারীর দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সেলিনা আক্তারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তারা একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এছাড়া সুনামগঞ্জের সিভিল সার্জনকে তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে বব্যস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন আহমেদ হোসেন জানান, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply