হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সার্বিক সহযোগিতায় প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর ষষ্ঠ প্রয়াণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি শোকমিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া দুপুরে উপজেলা গণমিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস ও অমিতা রাণী দাশ। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পি সি দাশের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর সাত্তার মিয়া, সুরঞ্জিত সেন স্মৃতি পরিষদের সদস্য বিকাশ রঞ্জন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা শ্যামাপদ সরকার, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হাসনাত মো রেজাউল করিম, লিটন মিয়া প্রমুখ।
Leave a Reply