শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩৫২জন সুফলভোগীর মাঝে মুরগির ঘরের উপকরণ বিতরণ করা হয়েছে।
হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার, ১৮ জুলাই উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে এই প্রকল্পের আওতায় উপজেলার ৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগীদের মাঝে ১৫টি করে মুরগি বিতরণ করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাণীসম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বাবলম্বী হওয়ার জন্য উপকারভোগীদেরকে দেওয়া হাঁস-মুরগি যত্নে রাখতে ঘরের উপকরণ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদার।
Leave a Reply