সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক সাংবাদিককে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের নির্যাতনের প্রতিবাদে জেলায় কর্মরত সকল সাংবাদিক মানববন্ধন করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত মানবন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পংকজ দে, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সময়ের সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার প্রমুখ।
পরে ইউএনওর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসালামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
রবিবার সুনামগঞ্জ থেকে প্রকাশিত একটি ও সিলেট থেকে প্রকাশিত আরেকটি দৈনিকে শাল্লার ইউএনওর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির খবর প্রকাশিত হলে তিনি ক্ষিপ্ত হয়ে ঐ দিনই পত্রিকা দুটির শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদারের দোকানে গিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর নিজে দোকানের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেন এবং সঙ্গে থাকা লোকজনকে নির্দেশ দিয়ে পেট্রোল দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেন। ঐ সাংবাদিকের বিরুদ্ধে দুটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
আহত সাংবাদিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply