হাবিবুর রহমান হাবিব, শাল্লা : এখন বোরো মৌসুম। চারদিকে ধান মৌ মৌ ঘ্রাণ। হাওর ভরা সোনালী ধানের ছড়া। দুলছে দখিন হাওয়ায়। এর সঙ্গে খুশির দুলুনি কৃষকের প্রাণে। স্বপ্ন দু’চোখ জুড়ে। সোনার ধান ঘরে আসবে। ভরে উঠবে গোলা। অতঃপর একটি বছর নিশ্চিন্তে পার করা। ইতোমধ্যে ফসল কাটা শুরু হয়ে গেছে।
তবে সরকারিভাবে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জের শাল্লায় বোরো ধান কর্তন উৎসব শুরু হলো শনিবার ৮ এপিল-বৈশাখের ঠিক এক সপ্তাহ আগে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এ আনন্দ যজ্ঞের আয়োজন করে।
উপজেলার বাহাড়া ইউনিয়নের ছায়ার হাওরে সুখলাইন গ্রামের কৃষক মহাদেব দাশের জমিতে ধান কাটার মধ্য দিয়ে উৎসব পালন করা হয়।
বোরো ধান কর্তন উৎসবে অংশ নেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা সরদার মো ফজলুল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, পানি উন্নয়ন বোর্ডের এসও আব্দুল কাইয়ুম, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, কৃষক লীগের আহ্বায়ক রনজিৎ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ মাঠ কর্মকর্তা বিভুতোষ চৌধুরী ও জবা রানি দাশ সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং গ্রামের সাধারণ কৃষকগণ।
ধান কর্তন উৎসবে উপস্থিত সুধীজন আওয়ামী লীগ সরকারকে কৃষিবান্ধব উল্লেখ করে বলেন, শাল্লা হাওর সমৃদ্ধ উপজেলা। এখানকার মানুষজন বোরো ফসলের ওপর নির্ভরশীল। এবার হাওরের বুকে ধানের ভাল ফলন দেখে আনন্দিত সবাই। আশা করছেন, ভালয় ভালয় সোনার ধানে গোলা ভরতে পারবেন।
Leave a Reply