সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে প্রবাসী সাকিবুল হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রবাসীর পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে শশারকান্দা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, হামলায় আহত প্রবাসী সাকিবুল ইসলাম, সমাজসেবক আব্দুল খালেক, এলাকাবাসী মো রায়হান ও সাত্তার মিয়া।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি বিকেলে প্রবাসী সাকিবুল ইসলাম শ্যামারচর বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
এ ঘটনায় শাল্লা থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দিলেও এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
Leave a Reply