শাল্লা থেকে প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এই প্রথমবার আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে আমন ধান চাল সংগ্রহ কমিটির এ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসিএলএসডি আশীষ কুমার রায়, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস শহীদ মাহবুব ও ইউপি মেম্বার লিপটন দাস।
প্রথমদিন হবিবপুর ইউনিয়নের ৮ জন কৃষকের কাছ থেকে ৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়।
এ বছর উপজেলায় আমন চাষীদের কাছ থেকে ৪৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছেন।
Leave a Reply