শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক মুক্তিযোদ্ধা সন্তান তার পিতার এক মাসের ভাতা বন্যার্তদের সহায়তায় সরকারি ত্রাণ তহবিলে দান করেছেন।
শাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কালিচরণ দাসের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা রাজু দাস বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের হাতে এই ২০ হাজার টাকা তুলে দেন।
এ সময় তিনি সমাজের সকলকে যার যার সামর্থ অনুযায়ী বানভাসিদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ছাত্রলীগ নেতা রাজু দাস বলেন, যে মানুষের সুখ-শান্তির জন্যে বঙ্গবন্ধুর নির্দেশে বাবা অস্ত্র হাতে নিয়েছিলেন সেই মানুষ এখন ভয়াবহ দুর্যোগের কবলে। তাই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব করা তাই করার চেষ্টা করছি। আশাকরি অন্যরাও এভাবে কিছু না কিছু করবেন।
Leave a Reply