সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দাড়াইন নদীতে গোসল করে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
তার নাম অনিক রায় (১৯)। সে উপজেলার বাহারা ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সজল রায়ের ছেলে।
অনিক রায় শাল্লা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সে সিলেটে কোচিং করতো। কয়েকদিন পূর্বে বাড়িতে আসে। এক পর্যায়ে সোমবার বিকেল ৫টায় বাড়ির পাশে দাঁড়াইন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। সে সাঁতার জানতো না।
এলাকার লোকজন নদীতে অনেকক্ষণ তল্লাশি চালিয়ে রাত ৮টায় তার মরদেহ দেহ উদ্ধার করে।
Leave a Reply