শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে অবস্থিত ভাণ্ডার বিল জলমহালটি সেচযন্ত্রের মাধ্যমে শুকিয়ে ফেলে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।
নীতিমালা উপেক্ষা করে জলমহাল শুকিয়ে মাছ আহরণ করা সম্পর্কে জানাতে চাওয়া হলে উপজেলা মৎস্য বিভাগ জানায়, এই জলমহাল ভূমি অফিস তদারকি করে। তবে জলমহাল শুকানোর বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানান, ভাণ্ডারবিল জলমহালটি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের নিয়ন্ত্রণে রয়েছে; কিন্তু সুবল চন্দ্র দাস জানান, জলমহালটি গ্রামের মানুষকে দেওয়া হয়েছে। শুকিয়ে ফেলার বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে কৃষকরা বিল শুকিয়ে মাছ ধরার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর দাবি তুলেছেন।
Leave a Reply