সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় অবস্থিত চণ্ডির ডোয়ার (বিল) নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বুধবার সকালে মির্জাপুর গ্রামের দুটি পক্ষের লোকজন চণ্ডির ডোয়ার বিলটি উভয় পক্ষের দাবি করে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক হয়। আহতদেরকে শাল্লা ও আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দুপুরে পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা হলেন মুসাহিদ মিয়া, জবেদা বিবি, মতি মিয়া ও নজরুল ইসলাম।
শাল্লা থানার এসআই মো আতিকুল ইসলাম জানান, পরিবেশ অনেকটা শান্ত আছে। তবে থানায় কেউ অভিযোগ করতে আসেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply