সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩৫ লিটার চোলাই মদ সহ ইউনুছ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে।
উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের বড় খালের বাধ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের দাউদপুর গ্রামের সোনাফর আলীর ছেলে।
ইউনিয়ন পরিষদ সদস্য সুব্রত সরকার জানান, কিছুদিন পূর্বে আনন্দপুরে মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির লোকজন আনন্দপুর গ্রামকে মাদকমুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টায় গ্রামের বড় খালের বাধ নামক স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি নৌকা সহ কয়েক জন লোক ২ বস্তা দেশীয় চোলাই মদ সহ হাতেনাতে ধরা পড়ে। তবে অন্য মাদক ব্যবসায়ীরা গ্রামবাসীর উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
খরব পেয়ে শাল্লা থানার একদল পুলিশ গিয়ে ৩৫ লিটার চোলাই মদ সহ ইউনুছ আলীকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ইউনুছ আলী এবং পালিয়ে যাওয়া অপর দুই মাদক ব্যবসায়ী উপজেলার আটগাঁও ইউনিয়নের চিকাডুবি গ্রামের মরম আলীর ছেলে রমজান আলী ও উজানগাঁও গ্রামের সুনীল দাসের ছেলে সুধীন দাসকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, বুধবার ইউনুছ আলীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং নৌকাটি জব্দ করা হয়েছে।
Leave a Reply