শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামে শুক্রবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেওয়া হয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব শনিবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সরেজমিনে পরিদর্শন করে পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়, বাহাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস, সদস্য মিহির কান্তি চৌধুরী প্রমুখ।
Leave a Reply