সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভারসাপটার হাওরে নৌকা ডুবিতে দুই চাচাতো বোন প্রাণ হারিয়েছে।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, বৃহস্পতিবার একই পরিবারের ৬ সদস্য একটি ছোট ইঞ্জিন নৌকায় উপজেলার মির্জাকান্দা থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া গ্রামে আত্মীরবাড়িতে বেড়াতে যাওয়ার সময় ভারসাপটার হাওরে ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে ইঞ্জিন নৌকাটি ডুবে যায়। তবে যাত্রীদের মধ্যে ৪ জন সাঁতরে নিজেদের রক্ষা করতে পারলেও ইব্রাহিম মিয়ার মেয়ে সাবিনা বেগম (১৮) ও শিশু মিয়ার মেয়ে চাদঁনী বেগম (১৬) নিখোঁজ হয়ে যায়।
তাদের স্বজনরা হাওরে রাতভর তল্লাশি চালালেও সন্ধান পেতে ব্যর্থ হন। তবে শুক্রবার দুপুরে ভারসাপটার হাওরে মরদেহ দুটি ভেসে উঠলে এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাল্লা থানার অফিসার ইনচার্জ মো নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply