সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে গরুর জন্যে খড় শুকানোর সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম জয় সেন দাস (৩০)। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নিখিল দাসের ছেলে।
বুধবার দুপুরে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আত্মীয়স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে যাবার পর দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা সুমন রায় চৌধুরী জানান, বজ্রপাতে জয় সেন দাসের শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিল।
Leave a Reply