শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্লাবন ভূমি ও পুকুরে ৩৮৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৭ আগস্ট উপজেলার ছায়ার হাওরের প্লাবন ভূমি এবং উপজেলা পরিষদের পুকুর, ভূমি অফিসের পুকুর ও থানার পুকুরে রুই, কালিবাউস ও মৃগেল জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো আক্তারুজ্জামান। এছাড়া উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply