শাল্লা প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজার কীর্তন কমিটির উদ্যোগে কীর্তনের নির্ধারিত উৎসব অঙ্গনে শুক্রবার (২৪ জানুয়ারি/১০ মাঘ) থেকে ২৪ প্রহর ব্যাপী ৪৫তম শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ শুরু হয়েছে।
এতে নামসুধা পরিবেশন করছেন, বরিশালেরে গৌরচাঁদ সম্প্রদায়, রাজবাড়ীর যোগমায়া সম্প্রদায়, খুলনার জয়দেবী অষ্টসখী সম্প্রদায়, মাদারীপুরের শ্রী শ্রী দৈবকী সম্প্রদায় ও সিলেটের ভাগবতী সম্প্রদায়।
ঘুঙ্গিয়ারগাঁও বাজার কীর্তন কমিটির সাধারণ সম্পাদক মনোজ কান্তি সরকার খোকন জানিয়েছেন, এই হরিনাম মহাযজ্ঞ রবিবার পর্যন্ত চলবে।