হাবিবুর রহমান হাবিব, শাল্লা : নির্মাণকাজে অনিয়মের দায়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের অন্তর্গত বরাম হাওরে ফসলরক্ষা বাঁধের ৪৮ নম্বর পিআইসির সদস্য সচিব কৃষ্ণকান্ত দাসকে জরিমানা গুণতে হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষ্ণকান্ত দাসের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় কৃষ্ণকান্ত দাসের নিকট থেকে ভবিষ্যতে এ ধরনের অপকর্মে লিপ্ত না হওয়ার ব্যাপারে অঙ্গীকারনামাও নেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, পিআইসির সদস্য সচিব কৃষ্ণকান্ত দাস সরকারি কাজের নীতিমালা অমান্য করে বালুমাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ করছিলেন। তাই জরিমানা করা হয়েছে এবং অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।
Leave a Reply