শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাল্লা শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার, ৪ মার্চ (২০ ফাল্গুন) সোনালী ব্যাংক শাল্লা শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংকের সামনে এসে শেষ হয়।
এরপর সোনালী ব্যাংক পিএলসি শাল্লা শাখার ম্যানেজার (এসপিও) দেবব্রত মিশ্রর সভাপতিত্বে ও যুগ্ম অফিসার সুমন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লোন অফিসার ফখর উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ।
বক্তাগণ আর্থিক সাক্ষরতার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সোনালী ব্যাংকের গ্রাহক ও গণমাধ্যমকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply