শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় এশিয়ান টিভি ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি বিপ্লব রায় হামলার শিকার হয়েছেন।
বিপ্লব রায় ১০ ফেব্রুয়ারি রাত ১১টায় উপজেলা সদরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বিপ্র মেডিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে মোটরসাইকেল যোগে আনন্দপুরে নিজের বাড়ি যাওয়ার পথে ঘুঙ্গিয়ারগাঁও সেতুর কাছে পৌঁছলে চার যুবক পথরোধ করে তার উপর অর্তকিত হামলা চালায়। তারা তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা হাসপাতালে ভর্তি করে।
বিপ্লব রায় জানান, আঙ্গারুয়া গ্রামের হৃদয় দাস কয়েক বছর আগে চোলাই মদ সহ পুলিশের হাতে আটক হন।
এ খবর প্রচার করায় ক্ষিপ্ত হয়ে হৃদয় দাস তার তিন সহযোগীকে নিয়ে এই হামলা করেন। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন।
এই বিষয়ে শাল্লা থানার সেকেন্ড অফিসার যীশু দত্তের সাথে কথা হলে তিনি জানান, তারা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।
Leave a Reply