শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এলাকাভিত্তিক সকল শ্রেণিপেশার মানুষকে এর আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৭ মার্চ (১৩ চৈত্র) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক-ডিসি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মন্ জুর আহসান জিসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো আব্দুস সাত্তার মিয়া ও সোনালী ব্যাংকের ম্যানেজার দেবব্রত মিশ্র।
বক্তাগণ সরকারের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমকে স্বাগত জানান এবং সুফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় শাল্লা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রাণী দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা যশোবন্ত ভট্টাচার্য, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা রাজিব হাওলাদার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো রিপন আলী, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানসহ ইউপি মেম্বার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক শাল্লা থানা ও উপজেলা ভূমি অফিস সহ বেশ কয়েকটি সরকারি অফিস পরিদর্শন করেন।
তিনি উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে ঋণের টাকাও বিতরণ করেন।
Leave a Reply