শাল্লা প্রতিনিধি : বাংলাটিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর হামলার ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, নতুন যাত্রাপুর গ্রামের হরিলাল দাসের ছেলে নিহার দাস (৩৫) ও ব্রজেন্দ্র দাসের ছেলে জিবেশ দাস (৩০)।
১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে নতুন যাত্রাপুর গ্রামে সন্দীপন তালুকদারে উপর হামলার ঘটনায় তার পিতা সীতেশ তালুকদার বাদি হয়ে পরদিন ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শাল্লা থানার ওসি মিজানুর রহমান জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply