শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে লোকনাথ মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাবেশ ঘটে।
রবিবার, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) উৎসব আয়োজন পরিদর্শন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু ও শর্বরী মজুমদার।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী সংঘ আয়োজিত এই উৎসব উপলক্ষে শাল্লায় কালী মন্দিরে ৩দিন ব্যাপী অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ঊষা কীর্তন, পূজা অর্চনা, বাল্যভোগ, গীতা পাঠ, রাজভোগ ও বিশেষ প্রার্থনা।
Leave a Reply