শাল্লা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১লা অক্টোবর (১৬ আশ্বিন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো আলাউদ্দিন। বক্তব্য রাখেন, ভেটেনারি সার্জন ডা সজীব হাওলাদার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা ওমর ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি তরুণ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেন ।
প্রস্তুতি সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে প্রশাসনের সহযোগিতা, প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন, নামাজ ও আজানের সময় পূজার সাউন্ড সিস্টেম বন্ধ রাখা, সব ধর্মের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় ও আইনশৃঙ্খলার ওপর গুরুত্ব আরোপ করেন।