শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ’নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচি শুরু হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার, ২৪ জুলাই সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী নূরুজ্জামান, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল ও বাহাড়া ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাছের রাজ্য মাছের উৎপাদন কমে গেছে। মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে মৎস্য আইন মেনে চলতে হবে। তা নাহলে একসময় বড় মাছ দেখতে জাদুঘরে যেতে হবে।
অন্যান্য বক্তা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে কারেন্ট জাল, কোণা জাল, চায়না চাঁই ও কিরণমালা জালের ব্যবহার এবং বিল শুকিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরেরর কর্মসূচির মধ্যে আরও রয়েছে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ, মৎস্য সপ্তাহের মুল্যায়ন ইত্যাদি।
Leave a Reply