শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় মঙ্গল শোভাযাত্রা ও গানে গানে শুভ নববর্ষ উদযাপন করা হয়েছে।
নতুন বছরকে স্বাগত জানিয়ে শাল্লা উপজেলা প্রশাসন উপজেলা সদরে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীগণ শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সবশেষে অফিসার্স ক্লাবে পান্তা-ইলিশ খাওয়া হয়।
অনুষ্ঠানে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা রাজিব হাওলাদার, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply