শাল্লা প্রতিনিধি : চলতি মৌসুমে ভাটি এলাকার প্রধান সম্পদ বোরো ধান কাটা নিয়ে শাল্লা উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছে।
বুধবার, ৫ এপ্রিল উপজেলা গণমিলনায়তনে আয়োজিত মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ।
সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো আব্দুল কাইয়ুম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী, উপজেলার চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন গ্রামের গৃহস্থ ও কৃষকগণ।
Leave a Reply