হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বোরোধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।
সোমবার, ২২ এপ্রিল (৯ বৈশাখ) উপজেলার হবিবপুর ইউনিয়নের সাউধেরশ্রী এলাকার ইউপি মেম্বার নিহার রঞ্জন দাস এবং কৃষক হরকুমার চৌধুরী, জগদীশ দাস, সেন্টু রঞ্জন দাস, রান্টু চন্দ্র দাস, সরকুমার চৌধুরী, রুবেল সরকার, রাজ কুমার চৌধুরী, অরুণ চন্দ্র দাস, পরেশ দাস, গণেশ দাস, প্রবীর দাস, মলিন দাস, রঞ্জিত দাস, মকুল দাস, শংকর দাস, অলক দাস, রাম পদ দাস ও সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান বড়বন্দ, বারেরবন্দ, জরাইন্নাবন্দ, মঠেরকান্দাবন্দ ও মাইজের কান্দাবন্দ এলাকায় বোরোধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। এতে কৃষকরা দুশ্চিন্তাগ্রন্ত হয়ে পড়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, কৃষকদেরকে বিভিন্ন কীটনাশক ও অন্যান্য ঔষধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply