শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের শাউদের শ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রিয় লাল দাস (৭০) আর নেই।
মঙ্গলবার, ৯ জানুয়ারি (২৫ পৌষ) বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা প্রিয় লাল দাস বেশ কয়েক বছর ধরে ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
শাল্লা উপজেলা জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিনের উপস্থিতিতে শাল্লা থানার একদল পুলিশ এই বীর মুক্তিযোদ্ধাকে সন্ধ্যায় রাষ্ট্রীয় সালাম জানান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এরপর শাউদের শ্রী গ্রামের মহাশ্মশান ঘাটে বীর মুক্তিযোদ্ধা প্রিয় লাল দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।
Leave a Reply