শাল্লা প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার (৯ নভেম্বর/২৪ কার্তিক) শাল্লা উপজেলা সদরে আলাদা আলাদা কর্মসূচি পালিত হয়েছে।
প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুরাতন মার্কেট চত্বরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো জাকির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপির অন্যতম নেতা মো আব্দুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক মো সিরাজুল ইসলাম সিরাজ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক মাহবুব হোসেন শিশুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সহসভাপতি আলী আমজাদ, অন্যতম নেতা মো আব্দুল মান্নান, মো মুজাহিদ খান, আব্দুল কাদের, কৃষক দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ হোসেন সাগর, আহ্বায়ক তারেক হাসান মুন্না ও সদস্য সচিব তফাজ্জল হক বাপন বক্তব্য রাখেন।
অন্যদিকে একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো নূরুল আমিন ও যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম।