শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সহদেবপাশা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজাত মিয়া (১২) নামের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার, ২৫ জুন দুপুরে মসজিদের ঘাটে গোসলে যাওয়ার পথে বাঁশের সাঁকো থেকে পড়ে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয় সে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা ওমর ফারুক তার মৃত্যু নিশ্চিত করেন।
শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, ওয়ার্ড মেম্বার হারুনুর রশিদ ও সুজাত মিয়ার পিতা মো কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
Leave a Reply